Print Date & Time : 26 August 2025 Tuesday 4:08 am

কুষ্টিয়ায় ইউবিপি ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রফিকুল্লাহ্ কালবী: কুষ্টিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ইউনিটি ব্লাইন্ড এন্ড পার্সিয়ালি সাইটেড ফাউডেশন (ইউবিপি ফাউন্ডেশন) এর উদ্যোগে গতকাল কুষ্টিয়ার পেয়ারাতলায় সংস্থার নিজ কার্যালয়ে উক্ত কম্বল বিতরণ করা হয়।

সংস্থার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক আফসার আলী। সংস্থার সেক্রেটারি রাজু আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক রফিকুল্লাহ্ কালবী।

এছাড়াও বক্তৃতা করেন শোমসপুর কলেজের প্রাক্তন অধ্যাপক আহসান হাবিব স্বপন। গান পরিবেশন করেন তিন দৃষ্টিপ্রতিবন্ধী দিপু সরকার, ইলিয়াস ও অঞ্জনা রাণী। পরে দুস্থ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।