নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচার বিরোধী আন্দোলনে কুষ্টিয়ার শহীদ ইসলামী ছাত্র আন্দোলনের আলামপুর ইউনিয়নের সংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসামা ও সারাদেশে গণহত্যার বিচারের দাবিতে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের পৌরসভা বিজয় উল্লাস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ।
জেলা সেক্রেটারি গোলাম তাওহীদ এর পরিচালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- ইসলামী আন্দোলনের জেলা শাখার সহ সভাপতি আব্দুল্লাহ আখন্দ, শেখ এনামুল হক, আলহাজ রাহাত আলী বিশ্বাস, পৌর সভাপতি আজিজুর রহমান, সদর থানা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, কুমারখালী থানা সভাপতি গোলাম সরোয়ার, মিরপুর থানা সভাপতি সিরাজুল, দৌলতপুর উপজেলা সভাপতি সাদ আহমেদ , ভেড়ামারা উপজেলা সভাপতি ফজলুর রহমান, খোকসা সভাপতি শাজাহান আলী, ইবি থানা সভাপতি মুফতি কামরুজ্জামান প্রমুখ
প্রধান অতিথি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে।
তিনি বলেন , জালিমকে হটিয়ে অন্য কোন জালিম সরকারকে আগামীতে আমরা ক্ষমতায় দেখতে চায় না, সমাবেশ শেষে মোটরসাইকেল র্যালি শহর প্রদক্ষিণ করে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ আগষ্ট ২০২৪

Discussion about this post