বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কুষ্টিয়া জেলা, শহর ও ইসলামী বিশ^বিদ্যালয় শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা মজলিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহর সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কুষ্টিয়া জোন তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় পাঠাগার ও ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
সহযোগী সদস্য সমাবেশে ২০২২-২৩ সেশনের জন্য দায়িত্বশীল মনোনীত করা হয় কুষ্টিয়া জেলা সভাপতি নাজমুস সাকিব, সেক্রেটারি আব্দুর রহমান। কুষ্টিয়া শহর সভাপতি আল মামুন শিকদার, সেক্রেটারি সালেক মাহমুদ। ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি মামুন রেজা, সেক্রেটারি আজিজুল হক। নতুন মনোনিত জেলা সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে ও নতুন মনোনিত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুন রেজার পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সেক্রেটারি আজিরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি ইব্রাহিম খলিল, শরিফুল ইসলাম সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//