কুষ্টিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কুষ্টিয়ায় বিভিন্ন অনুষ্ঠান মালা হয়। প্রায় প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের পক্ষ থেকে মহামানবের জন্ম দিবস উপলক্ষে আলোচনাসভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, ওয়াজ মাহফিল, দুরুদপাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শিশু একাডেমি ঃ বাংলাদেশ শিশু একাডেমি কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে রবিবার সকাল ১০ টায় শিশু কিশোরদের কেরাত, ইসলামী গান ও আযান ইসলামী প্রতিযোগীতা আয়াজন করা হয়েছে। আলোচনা ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহ এর ঈমাম আলহাজ মাওলানা আব্দুল হালীম শরীফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোখলেসুর রহমান।
কিয়াম ছিরাতুন্নেছা মেমোরিয়াল ট্রাষ্ট ঃ কিয়াম ছিরাতুন্নেছা মেমোরিয়াল ট্রাষ্ট এর উদ্যেগে বাদ যোহর আলোচনা সভার আয়োজন করা হয়। ট্রাষ্টের সুপার মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা করেন মাওলানা সাইফুদ্দিন, হাফেজ রফিকুল ইসলাম।
দোকান মালিক কল্যান সমিতি ঃ দোকান মালিক কল্যান সমিতির উদ্যেগে বাদ যোহর বড় জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোকান মালিক কল্যান সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
মডেল মসজিদ ঃ কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদে বাদ এশা আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা অত্র মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
কুষ্টিয়া বড় জামে মসজিদ ঃ কুষ্টিয়া বড় জামে মসজিদের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা হয়। বাদ মাগরীব ওয়াজ পেশ করেন আশরাফুল উলুম মাদ্রসার মুহতামিম মাওলানা আবু দাউদ। বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া কুষ্টিয়া চেম্বার অব কমার্স, ইমাম গাজ্জালী (রঃ) সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মহামানবের জন্ম দিবস উপলক্ষে আলোচনাসভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, ওয়াজ মাহফিল, দুরুদপাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post