Print Date & Time : 24 August 2025 Sunday 12:25 pm

কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে কুষ্টিয়া জেলায় দুইটি উপজেলায় অনুষ্ঠিত হবে। এগুলো হলো কুষ্টিয়া সদর উপজেলা ও খোকসা উপজেলা। 

প্রার্থীরা নির্বাচনের জন্য ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রথম ধাপে এই দুই উপজেলা পরিষদের নির্বাচন হবে আগামী ৮মে।

 অপরদিকে দ্বিতীয় ধাপে ২১ মে জেলার কুমারখালী, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুরসহ চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে ওই চারটি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

কুমারখালী উপজেলা ঃ  চেয়ারম্যান পদে মোঃ আব্দুল মান্নান খান (আওয়ামী লীগ) ও মোঃ গোলাম জিলানী নজরে মুর্শেদ (আওয়ামী লীগ) মনোনয়ন জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে মুস্তাফিজুর রহমান, মোঃ আবুল কালাম, মোঃ আমিরুল ইসলাম তুষার, মো: রাসেল হোসেন, মো: জিয়াদুল ইসলাম ও মোহাম্মদ আলীসহ ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা আক্তার মিনা, মোছা: মুক্তা খাতুন ও মৌসুমী আক্তারসহ তিনজন মনোনয়ন জমা দেন। 

ভেড়ামারা উপজেলাঃ  চেয়ারম্যান পদে মো: আক্তারুজ্জামান মিঠু (আওয়ামী লীগ) ও মো: আবু হেনা মোস্তফা কামাল ( আওয়ামী লীগ) মনোনয়ন জমা দিয়েছেন।  ভাইস চেয়ারম্যান পদে আ,খ,ম গোলাম ফারুক, বুলবুল হাসান,, মো: আরিফুজ্জামান লিপটন, মো: তৌহিদুল ইসলাম, মো: নূর আলম,মো: মানিক মিয়া, মো: মিনারুল ইসলাম ও মো: রাজীবুর রহমানসহ আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: ইন্দোনেশিয়া ও মোছা: নারগিস আক্তারসহ দুইজন মনোনয়ন জমা দেন ।    

মিরপুর উপজেলাঃ চেয়ারম্যান পদে এ্যাডভোকেট মো. আব্দুল হালিম (আওয়ামী লীগ), মো: কামাল হোসেন (আওয়ামী লীগ) ও মোঃ শরিফুল ইসলাম (স্বতন্ত্র) মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  ভাইস চেয়ারম্যান পদে মো: আবুল কাশেম জোয়ার্দ্দার, মো: মাসুদুর রহমান, মো: সোহাগ আহম্মেদ ও শাকিলুর রহমানসহ চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: মর্জিনা খাতুন ও একই নামের অপর প্রার্থী মোছা: মর্জিনা খাতুনসহ দুইজন মনোনয়ন জমা দেন। 

দৌলতপুর উপজেলাঃ  চেয়ারম্যান পদে বুলবুল আহমেদ চৌধুরী (আওয়ামী লীগ), মো: হাসানুল আসকার (আওয়ামী লীগ) ও মো: আনিসুর রহমান (শ্রমিক লীগ ) প্রার্থীসহ মোট তিনজন মনোনয়ন দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মো: কামরুজ্জামান, মোহা: জাহেরুল ইসলাম ও সাক্কীর  আহমেদসহ তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা খাতুন, মোছা: রেবেকা খাতুন, মোছা: ইকফাত আরা জলি, মোা: ফারজিয়ানা খাতুন, মোছা: মারুফা ইয়াসমিন ও মোছা: সোনলী খাতুনসহ ছয়জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  

উল্লেখ্য, আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে মনোনয়ন দাখিল করায় নির্বাচন কেন্দ্রিক দলীয় দ্ব›দ্ব-কোন্দল সৃষ্টি হয়েছে। 

এছাড়া একই দলের একাধিক প্রার্থীতা দেওয়ায় দলের একাংশ নেতা-কর্মীরা দলীয় এক প্রার্র্থীর পক্ষে অন্য অংশ দলীয় অপর প্রার্থীর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগে রয়েছে গ্রুপিং।  

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ এপ্রিল ২০২৪