কুষ্টিয়া: উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হাউজিং এফ ব্লক মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিকেলে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শুধু লেখাপড়া করলেই হবে না, সততা ও নৈতিকতার দিক ঠিক থাকলেই কেবল একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আমাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়বে। আর ভালো ফলাফল ও সহ-শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার কারণেই এ শিক্ষা প্রতিষ্ঠান জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে পেরেছে।’
কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. গোলাম মাওলা, জেলা শিক্ষা অফিসার (অতি: দায়িত্ব) মুন্সী কামরুজ্জামান, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মোঃ সোহেল রানা মানিক, অধ্যক্ষ ক্যাপ্টেন ম: নজরুল ইসলাম ও অধ্যক্ষ একাডেমিক মিস দিলরুবা পারভীন।
অনুষ্ঠানে অত্র কলেজের উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০৬ ইভেন্টে অংশ নেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে শিক্ষার্থীদের সমন্বয়ে পুতুল নাচের ডিসপ্লে এ প্রতিযোগিতায় অতিথিসহ উপস্থিতিদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
প্রিন্ট করুন
Discussion about this post