Print Date & Time : 25 August 2025 Monday 7:41 am

কুষ্টিয়ায় এতিমদের সাথে ইফতার করলেন জেলা প্রশাসকের সহধর্মিণী তন্বী

নিজস্ব প্রতিবেদক :  কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সহধর্মিণী ও লেডিস ক্লাবের সভাপতি তানজিনা গালিব তন্বী’র আয়োজনে মোমেনা খাতুন বার্লিকা এতিমখানায় গতকাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সহধর্মিণী ও লেডিস ক্লাবের সভাপতি তানজিনা গালিব তন্বী।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এতিম, সমাজের অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল ধর্মীয়ভাবেও নির্দেশ রয়েছে। সমাজের বিত্তবানদের এতিম ও অসহায়দের মাঝে ইফতার ও ঈদবস্ত্র নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, মানবিক কাজের মধ্যে মানসিক প্রশান্তি রয়েছে। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফুটবে।

ইফতার ও দোয়া মাহফিলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মুহিতুর রহমান, মোমেনা খাতুন বালিকা ইতিমখানার সাধারণ সম্পাদক মজিবর রহমান, লেডিস ক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ মর্জিনা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 এতিম বালিকারা জেলা প্রশাসকের সহধর্মিণীকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তারা বলে আমাদের এমন একজন অভিভাবক থাকতে মনে কোন কষ্ট নেই। তিনি আমাদের মায়ের মতো স্নেহ দিয়ে থাকেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ মার্চ ২০২৪