Print Date & Time : 24 August 2025 Sunday 10:54 pm

কুষ্টিয়ায় এশিয়ান টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

 মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর (৪৬) ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫জুন) সকাল ১১টার দিকে মিরপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি বাবলুর রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহসভাপতি মো. জমির উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মন্ডল। এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাবেক সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আশরাফুল আলম হীরা। 

 চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (১৯জুন) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরসংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের হাটশ হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। 

প্রসঙ্গত, বুধবার (১৯জুন) বিকেলে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। কুষ্টিয়া শহরসংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের হাটশ হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। রিজু স্থানীয় হাটশ হরিপুর গ্রামের আমজাদ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক। হামলায় রিজুর দুই হাত, দুই পা ও মাথায় গুরুতর জখম হয়। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ জুন২০২৪