বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়াস্থ ওষুধ কোম্পানির শীর্ষ প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা সংগঠনের সভাপতি ও বিসিডিএস কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচালক হাজী মো: রফিকুল আলম টুকুর সভাপতিত্বে গতকাল বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাহী সদস্য আলহাজ্ব আবু সাইদ মোঃ আজমল হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম। বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ফারুক হায়দার চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান সাজু, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ শহিদুল ইসলাম, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মোকাদ্দেস হোসেন, মোঃ আশরাফুল আলম, মোঃ নজরুল করিম, মোঃ এহতেশামুল হক ও বিপ্রজিৎ বিশ্বাস।
ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাউল ইসলাম, স্কয়ার’র টেরিটরি ম্যানেজার মোঃ আব্দুল কুদ্দুস শেখ, একমি’র টেরিটোরি ম্যানেজার মোঃ সাইফুল আলম, ইন্সসেপ্টা’র এরিয়া ম্যানেজার গনেশ কুমার দাশ, রেডিয়েন্ট’র এজেডএম জয়দেব কুমার বিশ্বাস, এসিআই’র আরএমএম মোঃ মইদুল হক, পপুলার’র সিনিয়র এএমএম মোঃ মিজানুর রশিদ, ওরিয়ন’র আরএসএম মোঃ আফতাব হোসেন, জিসকা’র আরএম মোঃ মাহফুজুর রহমান, জেনারেল’র আরএসএম মোহাম্মদ ফারুক হোসেন, এসকেএফ’র এরিয়া ম্যানেজার মোঃ আবু হাফিজ আল আসাদ, ল্যাবএইড’র এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুল আলম, অপসোনিন’র এরিয়া ম্যানেজার মোঃ মেহেদী হাসান প্রমুখ।
উক্ত সভায় ওষুধের দাম অতি ঘন ঘন বৃদ্ধির তথ্য প্রাপ্তির সমস্যা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ যথাসময়ে ফেরত ও অন্যান্য ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১০,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post