কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়াস্থ ওষুধ কোম্পানির শীর্ষ প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গতকাল বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
সংগঠনের সভাপতি ও বিসিডিএস কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচালক হাজী মো: রফিকুল আলম টুকু। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম।
বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, সহ-সভাপতি আ, ফ, ম, নাজিবোদ্দৌলা, দৌলতপুর উপশাখার সভাপতি
উপাধ্যক্ষ আবু সাইদ মোঃ আজমল হোসেন, খোকসা উপশাখার সভাপতি আবুল কাশেম শিকদার, মিরপুর উপশাখার সভাপতি মোঃ নজরুল করিম ও কুমারখালী উপশাখার মোঃ আশরাফুল আলম।
ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর রিজিওনাল ম্যানেজার ফারুক হোসেন, ইন্সসেপ্টা’র এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোঃ মতিয়ার রহমান, ওরিয়ন ফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার আফতাব হোসেন, অপসোনিন ফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার আবুল কালাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিসিডিএস সহ-সভাপতি ফারুক হায়দার চৌধুরী, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান সাজু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মোকাদ্দেস হোসেন, মোঃ এহতেশামুল হক, বিপ্রজিৎ বিশ্বাস, দৌলতপুর উপশাখার সেক্রেটারি মোঃ হেলাল উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় প্রায় ২০টি ওষুধ কোম্পানির কুষ্টিয়াস্থ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সভায় সমিতির কার্যক্রমে সহযোগিতার জন্য ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এবং ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post