কুষ্টিয়ার সকল থানার অফিসার ইনচার্জ তাদের APA কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে জমা দিয়েছেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২ জুন ২০২২) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
এই অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, সরকারি কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত করা, লক্ষ্যমাত্রা অর্জনসহ কুষ্টিয়া জেলায় একটি কার্যকর পুলিশ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে সকল অফিসার ইনচার্জদের মধ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করা হল।
সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সংহত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য পূরন করা এবং সকল স্তরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগনের দোরগোড়ায় নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি বাস্তবায়ন করা অপরিহার্য। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্য অর্জনের জন্য পুলিশ সুপার কুষ্টিয়া বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আরওআই মোঃ শহীদুজ্জামানসহ কুষ্টিয়া জেলার ৭টি থানার অফিসার ইনচার্জবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ৬,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post