Print Date & Time : 23 August 2025 Saturday 11:57 am

কুষ্টিয়ায় কবরস্থান থেকে মরদেহ চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের একটি কবরস্থান থেকে ৩ মাস আগে দাফন করা এক নারীর কবর থেকে মরদেহ চুরির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৯ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থানের একটি কবর খোড়া এবং মরদেহটি নেই এমনটি দেখে স্থানীয়রা।

কবরটি ছিলো উক্ত এলাকার গার্মেন্ট ব্যবসায়ী রমজান আলীর মায়ের। তিনি বার্ধক্যজনিত কারনে ৩ মাস আগে মারা যায়।

রমজান আলী জানান, সকালে মায়ের কবর খোড়া দেখে স্থানীয়া আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোড়া এবং ভেতরে মরদেহ নেই। 

কবর থেকে মরদেহ চুরি একটি ন্যাক্কারজনক উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য মুন্সি মোঃ মাসুদ রানা জানান, এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া প্রয়োজন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিম্তারিত পরে জানানো যাবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ জুলাই ২০২৪