Print Date & Time : 11 May 2025 Sunday 5:06 am

কুষ্টিয়ায় কসমেটিক ও হেরোইন উদ্ধার, আটক ১

মারফত আফ্রিদী: কুষ্টিয়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক ও হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ত্রিমোহনী বাইপাস এলাকায় সোহাগ আরএম এন্টারপ্রাইজ এর বাসে অভিযান পরিচালনা করে ৭১৮৯৩ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সহ এক নারীকে আটক করে বিজিবি।

এছাড়াও পোড়াদহ রেলওয়ে জংশন থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের মধ্য হতে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।

বিষয়টি বুধবার দিবাগত মধ্যরাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি।
এ সময় বিজিবি সূত্রে আরো জানা যায়, বিজেপির ৪৭ ব্যাটালিয়নের নাঃ সুবেদার সিগঃ মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে এবং পুলিশ এর সহযোগিতায় ব্যাটালিয়র সদরের বিশেষ টহল দল কর্তৃক ত্রিমহোনী বাইপাস রোড হতে বেনাপোল টু সিরাজগঞ্জ ‘‘সোহাগ আর এম এন্টার প্রাইজ’’ বাসে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মোছাঃ মালা (৪৫),স্বামী- মৃত জনি, গ্রাম- ফতেহ মোহাম্মদপুর, পোস্ট- ফতেহ মোহাম্মদপুর, থানা- ইশ্বরদী, জেলা- পাবনা’কে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ৭১,৮৯৩/- টাকা। এছাড়াও ওপর অভিযানে সন্ধ্যা সাতটার সময় পোড়াদাহ রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী ‘‘কপোতাক্ষ এক্সপ্রেস’’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় হেরোইন ০.৯৮০ কেজি উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ১৯,৬০,০০০/-(উনিশ লক্ষ ষাট হাজার) টাকা।