নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় কারাগার ভেঙ্গে পালিয়ে যাওয়া ১ জন আসামি গ্রেফতার করেছে র্যাব ১২।
গত ০৭ আগস্ট ২০২৪ তারিখ জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৫ নভেম্বর ২০২৪ তারিখ রাত ২০:৪০ টায় ভেড়ামারা ফায়ার সার্ভিস মোড়ে সাতবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে পলাতক মামলার এজাহার নামীয় ৬০নং আসামি সাতবাড়িয়া গ্রামের মৃত শরিফুল ইসলাম ছেলে মোঃ মেহেদী হাসান মিঠুন (৩৪) কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এহ/06/11/24/ দেশ তথ্য