সংবাদ বিজ্ঞপ্তি: কুষ্টিয়ার অভিযানে ০৭ আগস্ট জেলা কারাগার ভেঙ্গে পালিয়ে যাওয়া মাদক মামলার ০১ জন আসামি গ্রেফতার হয়েছে।
জানা গেছে ওই দিন কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০,
এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ডিআইজি জনাব
সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে ২৩ নভেম্বর ( শনিবার) “ দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের মিরাজ হার্ডওয়ারের সামনে পাকা রাস্তার উপর” হতে মাদক মামলার জেল পলাতক মামলার এজাহার নামীয় ৩৯ নং আসামি হাজতি নং-২২৯৭/২৪ মোঃ রুবেল মন্ডল (৪২), পিতা- হসমত ব্যাপারী, সাং-মুন্সিগঞ্জ (দৌলতপুর), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post