নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় মৃত ব্যক্তির কুলখানির অনুষ্ঠান কিভাবে হবে তা নিয়ে মতবিরোধের জেরে মৃত ব্যক্তির অন্য স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামের একজনের বুকে ফালা বিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ আহত ৪জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বকুল বিশ্বাস স্থানীয় বাসিন্দা আফতাব বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ‘কয়েক দিন আগে নিহত বকুল বিশ্বাসের নি:সন্তান চাচি বাধ্যক্য জনিত কারনে মারা যান। মৃতার কুলখানি (খয়রাত) অনুষ্ঠান তার চাচাতো ভাইয়েরা বড় করে আয়োজন করে সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলেন। এতে বকুল বিশ্বাস ও তাঁর পরিবারের লোকজন রাজি হয়নি। গত শনিবার নিহত বকুল বিশ্বাস নিজ সমাজের লোকজন নিয়ে চাচির কুলখানির কাজ শেষ করেন। এঘটনার জেরে ক্ষুব্ধ চাচাতো ভাইয়েরা হামলা করে বলে অভিযোগ নিহতের পরিবারের।
হামলায় আহত প্রত্যক্ষদর্শী ঝাউদিয়া ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য শাহিন আক্তার বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আমরা স্থানীয় চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এ সময় নিহতের চাচাতো ভাই বিএনপি নেতা শিপন বিশ্বাসের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারিদের ফালা বকুল বিম্বাসের বুকে বিদ্ধ হয় এবং আরও ৭/৮ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের স্বজনরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বকুল বিশ্বাসকে মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে ২জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: তাপস কুমার সরকার জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মারামারিতে আহতদের নিয়ে আসা হলে বকুল বিশ^াস নামে একজনের বুকে ফালাবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরন জনিত কারনে হাসপাতালে আসার আগেই মৃত্যু বরন করেছিলো। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে সংঘবদ্ধ হামলার অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে শিপন বিশ্বাসের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই মেহেদী হাসান জানান, ‘মৃত ব্যক্তির খয়রাতি দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে এই হামলার ঘটনা। এঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে’।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ মে ২০২৪