Print Date & Time : 21 August 2025 Thursday 1:29 pm

কুষ্টিয়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বাদ জোহর কুষ্টিয়া জজ কোর্ট মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক এ্যাড. শামিম উল হাসান অপু, পিপি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম, জিপি এ্যাড. মাহতাব উদ্দিন, ফোরামের সদস্য সচিব এ্যাড. বুলবুল আহমেদ লিটন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুল ইসলাম মনিরসহ আরও অনেকে।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।