Print Date & Time : 21 August 2025 Thursday 6:38 pm

কুষ্টিয়ায় খেলাফত মজলিস কুমারখালি থানার পৌর ও ওয়ার্ড কমিটি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আওতাধীন কুমারখালি থানা শাখার আয়োজনে, কুমারখালি পৌরসভা ও ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮আগষ্ট) দুপুর ২টায়, কুমারখালির কাঙাল হরিনাথ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি এবং কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদীস আল্লামা আব্দুল লতিফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা সেক্রেটারি ও কুষ্টিয়া-২ আসন (মিরপুর-ভেড়ামারা) সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আরিফুজ্জামান, কুষ্টিয়া জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতী রেজাউল করিম, কুষ্টিয়া জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দিল হাকিম, কুষ্টিয়া-৪ ( কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ফজলে নূর ডিকো। এসময় অনুষ্ঠানে কুমারখালি থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী শাব্বির আহমাদ আজহারীর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন
কুমারখালি থানা শাখার সভাপতি মুফতী সাইফুল্লাহ খালিদ।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হয়।