কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সম্ভাবনাময় শিক্ষার্থীদের মেধা বিকাশের সহায়ক কার্যক্রম হিসেবে দুইদিন ব্যাপী গণিত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের কারামায় রেস্তোরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেধা’র ব্যবস্থাপনা ও ইঞ্জিনিয়ার খন্দকার সালাহউদ্দিনের সভাপতিত্বে ৫ম বারের মতো এই প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।
পরে মূল্যায়ন শেষে দুপুর সাড়ে ১২টায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। সোমবার সকালে শুরু হয়ে মঙ্গলবার দুপুরে সমাপ্ত হওয়া এই প্রতিযোগিতায় কুষ্টিয়ার প্রথম সারির বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো: রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন- কুষ্টিয়া শহর সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, কুষ্টিয়া ইমিন সার্জিক্যাল ষ্টোরের স্বত্ত্বাধিকার মোছা: সালমা খানম। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেধার সদস্য সচিব শামীম আহমেদ।
এহ/05/11/24/ দেশ তথ্য