কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সহযোগিতায় ৪ দিন ব্যাপি কুষ্টিয়া দিশা টার্ক প্রশিক্ষণ কেন্দ্র এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
গ্রাম আদালত বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-পরিচালক ,স্থানীয় সরকার,মোঃ মিজানুর রহমান ,উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফিরোজ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কুষ্টিয়া জেলার সদর ও বিভিন্ন উপজেলার ২৩ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক গ্রাম আদালত সক্রিয়ভাবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণ কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দশনা দেন। প্রশিক্ষণ শেষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা আইন ও বিধি মোতাবেক গ্রাম আদালত পরিচালনায় ইউপি চেয়ারম্যান মেম্বারদের সহযোগিতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। গ্রাম আদালতের আইন ও বিধিমালা বিষয়ে চেয়ারম্যান ও মেম্বারদের ধারণা প্রদান করবেন।