Print Date & Time : 12 September 2025 Friday 7:29 pm

কুষ্টিয়ায় গ্ৰামীন ব্যাংকের উদ্যোগে চারা বিতরণ

গ্ৰামীন ব্যাংক ১৫ ই আগস্ট সারাদেশে ৩ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।  “গাছে গাছে ভরবে দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” । এই স্লোগানে ১৫ ই আগস্ট ৩ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় আলোচনা সভা হয়েছে।ওই সভায় গাছের চারা বিতরণ করেছে গ্ৰামীন ব্যাংক।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরতলীর বারখাদা গ্ৰামীন ব্যাংকে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গ্ৰামীন ব্যাংক ঝিনাইদরে জোনাল ম্যানেজার মোঃ মজিবুর রহমান।

এই সময় বারখাদা গ্ৰামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক অমৃত মজুমদার, সেকেন্ড ম্যানেজার মোঃ আবুল হাসান সহ শাখার সকল সহকর্মী উপস্থিত ছিলেন। আবুল হাসান সহ ৮৯ টি শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী চলা উক্ত কর্মশালায় কেন্দ্র প্রধানের দায়িত্ব কর্তব্য, বৃক্ষ রোপন, ডেঙ্গু জ্বর, ব্যাংকের বিভিন্ন সুযোগ সূবিধা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে শাখা প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১১,২০২৩//