নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় চিকিৎসা বর্জ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া দিশা টাওয়ার সম্মেলন কক্ষে কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম নামক একটি বেসরকারী সংস্থার যৌথ আয়োজনে এই সেমিনারে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদিন।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, পৌর মেয়র আনোয়ার আলী, বিএমএর সাধারণ সম্পাদক ডা, আমিনুল হক রতন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালের উপপরিচালক ডা. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জ ডা. সোনিয়া কাওকাবী এবং প্রিজম ফাউন্ডেশনের সভাপতি ক্যাপ্টেন রোকন উদ্দিন আহমেদ প্রমুখ।
কুষ্টিয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলীর স ালনায় সেমিনারে প্ররম্ভিক সুচনা বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এবং বিষয় ভিত্তিক প্রবন্ধ তুলে ধরেন প্রিজম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনিসুর রহমান। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিগণ কুষ্টিয়া জেলায় ক্রমবর্ধমান স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলি থেকে সৃষ্ট মেডিকেল বর্জ ব্যবস্থাপনা বিষয়ক মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় সেমিনারের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা তার বক্তব্যে বলেন, মেডিকেল বর্জ ব্যবস্থাপনার মূখ্য দায়িত্ব হলো- এই সেক্টরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলির। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মুলত: এবিষয়ে সর্বাগ্রে উদ্যোগ গ্রহন করবেন। সেই সাথে সংশ্লিষ্ট সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলি নিজ অবস্থান থেকে সেগুলিকে মনিটরিংসহ সম্ভাব্য সকল সহযোগিতায় এগিয়ে আসবেন।
তবে মেডিকেল বর্জ ব্যবস্থাপনাও একটা ঝুঁকিপূর্ন কাজ সেকারণে এসব কাজে দক্ষতা অর্জনে সহযোগিতাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন। তবে ই কেবল আজকের এই সেমিনারে উত্থাপিত মতামত একটা ফলপ্রসু অবদান রাখতে সক্ষম হবে। সেই সাথে এটাও এখন সময়ের অপেক্ষা মাত্র যে, খুব শীঘ্র্ই হয়ত মেডিকেল বর্জ ব্যবস্থাপনার মতো ঝুঁকিপূর্ন কাজ সুচারুরূপে সম্পন্ন করতে কৃত্রিম বুদ্ধির রোবট দিয়ে এই কাজ করা হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ ফেব্রুয়ারি ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post