কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ছাত্র ছাত্রীদের জন্য সপ্তাহে পাঁচ দিন হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সমিতি।
গত ১০ নভেম্বর রোববার এ সংক্রান্ত একটি বিঞ্জপ্তি প্রকাশ করেছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ১৪ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বিঞ্জপ্তিতে আরো উল্লেখ করা হয়, কুষ্টিয়া জেলার মধ্যে চলাচলরত সকল লোকাল বাসে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সরকার নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবেন।
তবে সে সময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত্ব বৈধ পরিচয় পত্র দেখাতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন এ সিদ্ধান্ত কার্যকর হবে না। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার ১০ দিন আগে ও পরে হাফ ভাড়া প্রযোজ্য হবে না। এবিষয়ে কোন অভিযোগ থাকলে ছাত্র ছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা কমিটির সাথে এবং বাস মালিক ও শ্রমিকরা নিজ নিজ সমিতির সাথে যোগাযোগ করবেন। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেছেন, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ মহসিন আলী,কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।
গত ৪ নভেম্বর বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র প্রতিনিধিদের সাথে কুষ্টিয়া বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেছেন কুষ্টিয়া বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি হাজী আমিরুল ইসলাম।
এহ/12/11/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post