নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা থেকে সংস্কার এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে যাত্রা শুরু করেছে কুষ্টিয়া জেলা ছাত্র ঐক্য সংসদ।
শুক্রবার (১৬আগস্ট) বিকেলে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ইউশা গালিব। যুগ্ম আহ্বায়ক, জিহাদ মোহাম্মদ সিয়াম, এম মারিজ মুসতাক, এস কে সিয়াম, নাদিয়া আফরোজ স্নেহা।
অর্থ সম্পাদক-সিজান আহমেদ সাকিব যুগ্ম অর্থ সম্পাদক-সপ্তর্ষি মন্ডল। এই কমিটির সদস্যরা হলেন- দুর্লভ আধিকারি, ফাহাদ হুসাইন, আফিফ হাসান ফাহিম, সাইফ আল লিমু, জান্নাতুল সিনথিয়া, জাকারিয়া হোসেন আবির, নাফিজ আহমেদ রাব্বিন, শাহরিয়াজ আহম্মদ রাতুল ও
ফাহিম ফইসাল।
ছাত্র ঐক্য সংসদের নবনির্বাচিত আহ্বায়ক ইউশা গালিব বলেন, ‘স্বাধীনতা থেকে সংস্কার’ এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে আমাদের
একটি অরাজনৈতিক সমাজকল্যাণমূলক ছাত্র ঐক্য সংসদ। স্বৈরাচার পতন পরবর্তী স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষে বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। স্বৈরাচার পতনে যে আন্দোলন করা হয় তার ফলে দেশের অনাকাঙ্ক্ষিত কিছু ক্ষতিসাধন হয় যেই ক্ষতি পূরণ করা সময়সাপেক্ষ ব্যাপার।
তবে আমরা বিশ্বাস করি নিজ নিজ অবস্থান থেকে দেশ সংস্কারের কাজে অবদান রাখলে আমাদের এই দেশ অতিদ্রুত সুস্থ হয়ে উঠবে। এই বিশ্বাসকে ধারণ করে ছাত্র ঐক্য সংসদের এ যাত্রা। এরমধ্যে আমরা রাত জেগে
চোর, ডাকাতের উপদ্রব থেকে শহরকে রক্ষা করতে ও শহরের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।
রক্তাক্ত ও আগুনে পুড়ে যাওয়া শহরকে পুনরুজ্জীবিত করতে আমাদের গ্রাফিতি টিমের সাহায্যে শহরকে নানান সাজে সাজিয়ে তোলা, ময়লা আবর্জনা পরিষ্কার করছি।এছাড়াও আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষের মানসিক ও আর্থিক সাহায্য করা ছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে যাচ্ছি। বৈষম্য বিরোধী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা নিরলস কাজ করে যাবো।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগষ্ট ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post