Print Date & Time : 4 July 2025 Friday 1:08 pm

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৬ এপ্রিল শনিবার ঢাকা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ূব আহমেদ শাহীন স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

এস এম জহুরুজ্জামান (এস, কে, জামান ) আহবায়ক ও ইঞ্জিঃ মোঃ আশরাফ আলী(সাবেক) ভি পি কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির উপদেষ্টা মন্ডলী হিসেবে রয়েছেন
কুষ্টিয়া জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ
সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার কুমারখালীর সাবেক সংসদ সদস্যসৈয়দ মেহেদী আহমেদ রুমি কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোরাব উদ্দিন।