নিজস্ব প্রতিবেদক :স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় লিগ্যাল এইড বা জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২৮ এপ্রিল, রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ, সিভিল সার্জন ডাক্তার আকুল হোসেন প্রমুখ।
পরে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় আদালতের বিচারক, জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবু সাঈদ সহ বিচারকগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা। মেলায় ৪টি স্টলে সরকারি খরচে আইন সহায়তাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।
কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কমিটি অনুষ্ঠানের আয়োজন করে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ এপ্রিল ২০২৪