ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ সোমবার (০৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং) কুষ্টিয়ায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাল পতাকা র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি মুক্তারুল ইসলাম মুক্তি, সাধারণ সম্পাদক আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক এস,এম সোলাইমান পারভেজ, কৃষক সংগ্রাম সমিতির সভাপতি আবুল কাশেম, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি রমজান বিশ্বাস, ধ্রুবতারা সংস্কৃতিক সংসদের জেলা সেক্রেটারি নাজিমুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধগতি, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বেকারভাতা চালু, রেশনিং ব্যবস্থা চালু, সার বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, ঘুষ-দুর্নীতি, ব্যাংকসহ আর্থিক খাতে লুটপাট, নারী নির্যাতন বন্ধ ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ ফেব্রুয়ারী ২০২৪