Print Date & Time : 6 July 2025 Sunday 3:21 am

কুষ্টিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাটিকাবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম ৷

পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ৷

পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. উসমান গণী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য আশরাফুল আজাদ বাবলু, জামায়াতে ইসলামী ইবি থানা আমীর মো. রফিকুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক আব্বাস আলী, সহকারী সেক্রেটারি ইব্রাহিম খলিল, ঝাউদিয়া ইউনিয়ন আমীর বাবর আলী, মনোহরদিয়া ইউনিয়ন আমীর সাইদুল ইসলাম, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আমীর আলমগীর হোসেন প্রমূখ ৷

সম্মেলনের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন
পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওঃ নজরুল ইসলাম ৷