Print Date & Time : 24 August 2025 Sunday 12:12 pm

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনটির নেতা-কর্মীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল গতকাল কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টায় জেলা জামায়াতের উদ্যোগে মিছিলটি শহরের চৌড়হাস মোড় থেকে শুরু হয়ে পৌরসভা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‘৭১ এর মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে বহু বছর আটক জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী একযোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়া হয়।

কুষ্টিয়ার বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য একেএম আলী মহসীন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কুষ্টিয়া-৩ এর জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, পৌর আমীর এনামুল হক প্রমুখ। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতা-কর্মী সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির স্লোগান সম্বলিত প্লাকার্ড ধারণ করে।