নিজস্ব প্রতিনিধি :কুষ্টিয়ায় জামায়াত ইসলামীর উদ্যো গে দাওয়াতি লিফলেট বিতরণ ও সহযোগী সদস্য ফরম পূরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ এপ্রিল’ বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার জামায়াতের উদ্যোগে সেসময় সহযোগী সদস্য ফরম পূরণ করা হয়।
দাওয়াত কাজে অংশগ্রহন করুন এই স্লোগানে কুষ্টিয়ায় ব্যবসায়ী ও সাধারন মানুষের মাঝে দাওয়াতি লিফলেট বিতরণ ও সহযোগী সদস্য ফরম পূরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে গফুর হাজী মোড় এলাকায় অনুষ্ঠিত উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম।
এসময় হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের আমীর রুহুল আমিন, জামায়াত নেতা শামসুল হক রুবেলসহ বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Discussion about this post