নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে মীর রেজাউল ইসলাম বাবু নামে কুষ্টিয়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মে) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করে পুলিশ।
আটক মীর রেজাউল ইসলাম বাবু ওরফে মাছবাবু কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে এঘটনায় জাড়িত অভিযোগে মীর রেজাউল ইসলাম বাবু নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়ায় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আটক বাবুকে হস্তান্তর করেছে পুলিশ।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এখনও নির্বাচনী দায়িত্ব পালনে কাজ করছেন। এখনো এসংক্রান্ত কোন রিপোর্ট আমার কাছে এসে পৌছায়নি। বিষয়টি খোঁজ নিয়ে জানার পর বলতে পারবো’।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মে ২০২৪

Discussion about this post