কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও অবৈধ মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কুষ্টিয়া জেলা টাস্কফোর্স কমিটি বড়বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এসময় জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বাজার ঘুরে বিভিন্ন দ্রব্যের দাম যাচাইসহ পাইকারী ও খুচরা বিক্রয় মূল্য তালিকা খতিয়ে দেখেন। কেউ মাত্রাতিরিক্ত মুনাফা করছে কি না এবং চালের বাজারে কোন সিন্ডিকেট কারসাজির মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন।
এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নিবার্হী
অফিসার পার্থ প্রতীম শীল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্ধসঢ়; ওয়াজিউর রহমান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।