কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে রওনা হয়। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া- ঘোড়ামারা নামক স্থানে পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশাটির দুমড়ে-মুচড়ে। যায়।
এতে সিএনজির যাত্রী তানিয়া খাতুন ও অপর এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর তিনজনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত অপর এক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া-হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, রানাখরিয়া নামক স্থানে ট্রাক-সিএনজির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post