কুষ্টিয়ায় ট্রেনে অভিযান চালিয়ে ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়া-৪৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গতকাল শুক্রবার সকালে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা ট্রেনটি কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা। তবে অভিযান চলাকালে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত ফেনসিডিল ও হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পরে ধ্বংস করা হবে বলে জানায় বিজিবি।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৩,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post