কুষ্টিয়া : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, জেলা প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ, সদর থানা সাধারণ সম্পাদক হা মাওঃ মমিনুল ইসলাম, মিরপুর থানা সেক্রেটারি মুফতি আনোয়ার হোসেন, কুমারখালী পৌর সভাপতি মুক্তি দেলোয়ার হোসেন, মিরপুর থানা সেক্রেটারি মাওলানা আবুল হাশেম, ই বি সভাপতি মুফতি আলমগীর হোসেন, সহ-সেক্রেটারি মাওলানা আমির হামজা, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হারুনুর রশিদ হা সাব্বির আহমেদসহ জেলার বিভিন্ন থানা ও উপজেলা নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের জন্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনী পদ্ধতির প্রবর্তন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা জরুরি।
তারা জোর দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন জুলাই সনদ ও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ জানান, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এবং দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

Discussion about this post