কুষ্টিয়া জেলা সংবাদাতা: টেকসই কৃষি উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ভেড়ামারা উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে ও ভেড়ামারা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
কৃষি প্রযুক্তি মেলায় ১৩টি স্টলে আধুনিক কৃষি, নিরাপদ কৃষি এবং ব্যয় সাশ্রয়ী প্রযুক্তিসহ বিভিন্ন কৃষি পণ্যের প্রদর্শন করা হচ্ছে।
সোমবার এ মেলার উদ্বোধন করেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক টিপু সুলতান, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, সংশ্লিষ্ট প্রকল্পের মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে উপজেলা কৃষি অফিস চত্ত¡র থেকে বর্নাঢ্য এক র্যালি বের হয়ে ভেড়ামারা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা চত্ত¡রে আলোচনা সভায় অংশ নেন।
এদিকে কৃষি মেলায় কৃষি প্রযুক্তি ও আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উচ্চমুল্য দেশী-বিদেশী ফল সবজি দেখে খুশি দর্শনার্থীরাও।
এছাড়া দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হওয়ায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণে মেলার আয়োজন খুবই লাগসই বলে জানান আয়োজকরা।
Discussion about this post