Print Date & Time : 18 July 2025 Friday 1:17 am

কুষ্টিয়ায় দুই ইটভাটায় অভিযান, জরিমানা

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের ডায়মন্ড ব্রিক্স এবং উজানগ্রাম ইউনিয়নের হাকিম ব্রিক্সে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), কুষ্টিয়া শাখার রিফাতুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অননুমোদিত ইটভাটা পরিচালনা, পরিবেশগত ছাড়পত্র না থাকা, এবং সরকারি নিয়ম লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ফলে দুই ইটভাটার মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং আইন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন,”ইটভাটা পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু অনেক ইটভাটা মালিক আইন লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “

উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।