Print Date & Time : 24 August 2025 Sunday 10:14 pm

কুষ্টিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৮৯ বোতল ফেনসিডিল সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে ।

এরই ধারাবাহিকতায় ০৩ এপ্রিল  সকাল ০৭.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পাকুড়িয়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৯ বোতল ফেনসিডিল (যাহার আনুমানিক মূল্য ২,৬৭,০০০/-টাকা) সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত ধৃত ১নং আসামী মোঃ বকুল ইসলাম (২৫) পিতা-মোঃ দবির মন্ডল এবং ধৃত ২নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৩২), পিতা-মৃত মুনছার মন্ডল উভয় সাং-পাকুড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ এপ্রিল ২০২৪