Print Date & Time : 22 August 2025 Friday 8:03 pm

কুষ্টিয়ায় দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুষ্টিয়া অফিস: ২৮ আগস্ট বুধবার সকালে টিআইবি কুষ্টিয়া কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র আয়োজনে টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচিতি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, এসিজি অপারেশনাল গাইডলাইন, টিআইবি’র নৈতিক আচরণবিধি, টিআইবি’র যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সনাক সভাপতি আসমা আনসারী মীরু, সনাক সদস্য মিজানুর রহমান লাকী, জহুরুল হক চৌধুরী, সুভাশীষ সাহা খোকন প্রমূখ। ওরিয়েন্টেশনে কুষ্টিয়া সনাকের জি,কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়ার অ্যাকটিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি)-এর সদস্যবৃন্দ অংগ্রহন করেন। সমাপনী বক্তব্যে সনাক সভাপতি আসমা আনসারী মীরু বলেন, ওরিয়েন্টেশনটির মাধ্যমে নতুন যোগদানকারী অ্যাকটিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি)-এর সদস্যবৃন্দ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও টিআইবি’র কার্যক্রম সম্পর্কে ধারনা লাভ করেছে। যা তাদের পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওরিয়েন্টেশনটি পরিচালনা টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৮,২০২৪//