কুষ্টিয়া প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা গতকাল বিকেলে দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার উপপরিচালক মঈনুল ইসলাম রওশনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়ায় দুদকের সদ্য যোগদানকারী সহকারী পরিচালক মোঃ বুলবুল আহমেদ। বক্তব্য রাখেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল, সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান ও উপসহকারী পরিচালক আবু তালহা। আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রফেসর নুরুল আহমেদ, কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল,
দুপ্রক খোকসা উপজেলা শাখার সভাপতি মোঃ ওহিদুজ্জামান, মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আল মুজাহিদ হোসেন মিঠু, দৌলতপুর শাখার সভাপতি আবু সাঈদ মোঃ আজমল হোসেন, ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্যবৃন্দ মোঃ ওবাইদুর রহমান, নীলিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহিন, মোঃ আবু আকরাম, কাজী এমদাদুল বাশার রিপন, মোঃ শহিদুল ইসলাম সুমন, খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম, পারভীন আক্তার মিলি, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মঈনুল ইসলাম রওশনী দুর্নীতি নির্মূলে প্রতিরোধ ও প্রতিকারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি চিহ্নিত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post