Print Date & Time : 12 September 2025 Friday 4:00 pm

কুষ্টিয়ায় নকল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক,  কুষ্টিয়া ।।সচেতন চাষী, সমৃদ্ধ কৃষি ” এ শ্লোগানকে সামনে নিয়ে কুষ্টিয়ায় নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বালাইনাশক কোম্পানীর সিনজেনটার সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবীদ ড. হায়াত মাহমুদ। 

এতে বিশেষ অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন অফিসার এ কে এম কামরুজ্জামান, বিএডিসি কুষ্টিয়ার উপপরিচালক মোহাম্মদ আশরাফুল আলম, সিনজেনটা কোম্পানীর জোনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান মাসুদ, ব্র্যান্ড ম্যানেজার জামাল হায়দার। এসময় বক্তব্য রাখেন বিএফএ কুষ্টিয়া জেলা ইউনুট এর সাধারণ সম্পাদক আক্কাস আলী, সদর উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার শায়েখুল ইসলাম, কুমারখালি উপজেলা কৃষি অফিসার দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারীবৃন্দ, কৃষক ও বালাইনাশক ব্যবসায়ীরা। 

অনুষ্ঠানে সিনজেনটা কোম্পানীর কর্পোরেট ম্যানেজার জামাল হায়দার নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতির বিষয়গুলো মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন।

আর//দৈনিক দেশতথ্য//১২ আগষ্ট-২০২২