Print Date & Time : 8 September 2025 Monday 8:37 pm

কুষ্টিয়ায় নবাগত ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “কুষ্টিয়ার উন্নয়ন, জনসেবা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জরুরি। জনগণের সমস্যাগুলো সামনে আনতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।”

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জেলার যানজট সমস্যা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরেন। পাশাপাশি তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।