কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়ায় নসিমন চালকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২.টায় নাহারুল ইসলাম নামের এক নসিমন চালক মীর মোশাররফ হোসেন (গড়াই) সেতু-দবির মোল্লার গেটের মাঝামাঝি স্থানে পার্কের নিকটবর্তী স্থানে ছিনতাইকারীর কবলে পড়ে।
নাহারুল কুষ্টিয়া মিরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের লতিফ ফকিরের ছেলে।
জানা গেছে, নছিমনের চালক নাহারুল রাজবাড়ী থেকে কুষ্টিয়া অভিমুখে আসার পথে মীর মোশাররফ হোসেন সেতু পার হওয়ার পর কিছুদূর এসে ছিনতাইকারীর কবলে পড়ে। একটি মোটরসাইকেলে দুইজন ছিনতাইকারীরা রাত সাড়ে ১২ টার সময় নছিমনের চালক নাহারুল ইসলামের কাছ থেকে মানিব্যাগ’সহ প্রায় পাঁচ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নাহারুল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে ছিনতাইকারীদ্বয় আটক হয় এবং আর কোন ছিনতাইয়ের ঘটনা না ঘটে।
আর//দৈনিক দেশতথ্য//২৬ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post