Print Date & Time : 14 March 2025 Friday 10:09 am

কুষ্টিয়ায় নাইট ফুটবল লীগের ২য় রাউন্ডের ম্যাচ শুরু

কুষ্টিয়া ক্রীড়া সংসদের আয়োজনে ইসলামিয়া কলেজ মাঠে, থানাপাড়ার ঐতিয্যবাহী ২য় রীনা স্মৃতি নাইট ফুটবল লীগের ২য় রাউন্ডের ম্যাচ আরম্ভ হয়েছে। গতকাল ১৪ই অক্টোবর ২য় দিনে মুখোমুখি হয় সাবেক কাউন্সিলর সাজেদুল হক ছকু স্মৃতি একাদশ ও সৈয়দ মাসউদ রুমী ফুটবল একাদশ।

৩২ টি দল নিয়ে সংগঠিত ফুটবল লীগের ২ সপ্তাহব্যাপী ১ম রাউন্ডের সমাপ্তিতে ২য় রাউন্ডে ১৬ টি দলের ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন রাতে প্রায় সহস্রাধিক দর্শক নিয়মিত খেলা উপভোগ করছেন। ২য় রাউন্ডে পরপর চার দিনের প্রতিদিন দুটি ম্যাচ নির্ধারিত রয়েছে। প্রথম পুরষ্কার একটি উন্নত মানের দেশী ষাঁড় এবং রানার্সআপ পুরষ্কার একটি উন্নত মানের দেশী খাসী।

তৃতীয় নির্ধারনী ম্যাচেও থাকবে আকর্ষনীয় পুরষ্কার। প্রতিদিন ম্যান অব দ্যা ম্যাচের জন্য থাকছে কুষ্টিয়া ক্রীড়া সংসদের লোগো সম্বলিত আকর্ষনীয় ট্রফি।

কুষ্টিয়া ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা ও সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, প্রতিবছর ১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেমেয়েদের সমাজসেবা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক চর্চায় বর্তমান সামাজিক ও নৈতিক অবক্ষয় থেকে বিরত রাখার উদ্দেশে এই খেলার আয়োজন।

কুষ্টিয়া ক্রীড়া সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর অনুপ্রেরণায়, সভাপতি নকীব হাসান মান্তু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাকিবের পরিচালনায় “২য় রীনা স্মৃতি নাইট ফুটবল লীগ” আয়োজনে নিয়মিত সহযোগিতা করছেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল হক ধীমান, সংগঠনটির সহসভাপতি আসিফ জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম শুভ ও  নাদিমুজ্জামান তনু, সাংগঠনিক সম্পাদক কোরবান শেখ, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন শিমুল, কার্যনির্বাহী সদস্য মমিনুল হক মিলন, আকাশ আহমেদ, তাজমুল ইসলাম, ওয়াসিম আহমেদ, সবুজ আহমেদ, সানোয়ার হোসেন কচি, সিয়াম আহমেদ, শুকচাঁদ আলী, প্রান্তিক আল শাহাদসহ প্রমুখ। প্রতিদিন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন মো: আবু হানিফ।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৪,২০২৩//