Print Date & Time : 3 July 2025 Thursday 8:42 am

কুষ্টিয়ায় নাগরিক কমিটির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় নাগরিক কমিটির মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকাল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমির ৪র্থ তলার সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিটির অন্যতম প্রতিনিধি সুলতান মারুফ তালহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ইমাম জাফর নোমানী।
বক্তব্য রাখেন, রফিকুল্লাহ্ কালবী, আশিকুর রহমান চপলসহ আরও অনেকে। বক্তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান, সরকার যেন রাষ্ট্র সংস্কারে মনোনিবেশ করেন। সংস্কারের আগে নির্বাচন হলে আবারও নতুন ফ্যাসিস্ট এসে গদি দখল করে নিবে। তাই আগে সংস্কার ও অপরাধীদের বিচার এবং তারপর নির্বাচন।