Print Date & Time : 8 July 2025 Tuesday 12:06 am

কুষ্টিয়ায় নারীদের মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ

এসএম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন ও ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।

গতকাল বিকালে শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়া শহর জামায়তের আমীর এনামুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারি শামীম হাসান।

এসময় দুইটি পরিবারকে ঘর নির্মাণের জন্য তিনবান ঢেউ টিন এবং আরো ৯টি পরিবারকে কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।