Print Date & Time : 2 August 2025 Saturday 9:02 pm

কুষ্টিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মতবিনিময় সভা

কুষ্টিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুন) সকালে এ সভার আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়। মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার,  অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়ার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসসহ অন্যান্যরা।

এসময় অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়ার মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার।

আর//দৈনিক দেশতথ্য//১৩ জুন-২০২২//