Print Date & Time : 11 September 2025 Thursday 7:02 am

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠিখেলা অনুষ্ঠিত

লাঠি খেলা একটি প্রাচীন খেলা। তবে বাংলাদেশে এ খেলাটি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে গ্রামাঞ্চলে এ খেলার জনপ্রিয়তা তুঙ্গে বলা যায়। তবে বর্তমানে লাঠিখেলা বিলুপ্তির পথে তাই ঐতিহ্যের নব্বই বছরে নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে পূর্ণমিলনী ও লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা বলেন, লাঠি খেলা এখন বিলুপ্তির পথে সচারচর এখন আর লাঠি খেলা দেখা যায় না তাই আমরা নারীদেরকে এগিয়ে নিতে আমাদের গৌরবের ৯০ বছরে আমরা এই লাঠি খেলার আয়োজন করেছি।

বক্তারা আরো বলেন, লাঠিখেলা এমন একটি খেলা যেখানে শরীর চর্চা, আত্মরক্ষা, এবং বিনোদন একটি খেলার মধ্যে তিনটি জিনিসই পাওয়া যায়। তাই আমরা মনে করি এই নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং লাঠি খেলার প্রতি মনোযোগ আকর্ষণ করতে বছরে কয়েকবার লাঠি খেলা আয়োজন করা প্রয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।

বিশেষ অতিথি ছিলেন, উবিনীগ ঢাকার নির্বাহী পরিচালক, ফরিদা আখতার। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। কুষ্টিয়া শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। তোফাজ্জল হেলথ ক্লিনিক কুষ্টিয়ার পরিচালক, আসমা জাহান লিজা। কবি নজরুল সরকারি কলেজ ঢাকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান, প্রফেসর ড.নুরুন নাহার লীনা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ লাঠিয়াল বাহিনী কেন্দ্রীয় দপ্তর কুষ্টিয়ার সহ-সভাপতি, ডা: শাহানা আক্তার চৌধুরী।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ সেপ্টেম্বর ২০২৩