দৈনিক দেশতথ্য (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার জেলার ৯ নং পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোসাম্মৎ শারমিন আক্তার নাসরিন। তার মনোনয়ন নিয়ে স্থানীয় আওয়ামী লীগারদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
এই মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের সভাপতি বরাবর আবেদন করেছেন পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শহিদুল ইসলাম সবেদ মেম্বর (সাবেক)। আবেদনে তিনি বলেছেন শারমিন আক্তারের বাবা আব্দুল গফুর মন্ডল একজন স্বাধীনতা বিরোধী। স্বাধীনতার পর তিনি কলাবরেটর এ্যাক্টে জেল খেটেছেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট করেছেন। তার মনোনয়ন বাতিল করে একজন আওয়ামী পরিবারের একজন শিক্ষিত ব্যাক্তিকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেছেন।
এই আবেদনের সাথে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম সাক্ষরিত একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। ২০১৬ সালের ১৮ আগস্ট মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রাজাকারদের নামের একটি তালিকা করা হয়। সেই তালিকার ৬ নং ক্রমিকে শারমিন আক্তারের বাবা আব্দুল গফুর মন্ডলের নাম আছে।
এ ব্যাপারে সবেদ মেম্বর দৈনিক দেশতথ্যকে বলেছেন, এই মহিলা আওয়ামী লীগের কোন কার্যক্রমের সাথে জড়িত নন। যারা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিল এই শারমিন তাদের মধ্যে একমাত্র মহিলা। এই কারণে মহিলা কোঠায় কেন্দ্রীয় কমিটি তার নাম চূড়ান্ত করে থাকতে পারে। তালিকাভূক্ত একজন স্বাধীনতাবিরোধীর মেয়ে আওয়ামী লীগের প্রার্থী হতে পারেনা। তার মনোনয়ন বাতিল করে একজন আওয়ামী লীগারকে মনোনয়ন দিলে বিজয় হবে সুনিশ্চিত।
এ ব্যাপারে শারমিন আক্তার এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই দৈনিক দেশতথ্য এ ব্যাপারে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবে।
এবি/দৈনিক দেশতথ্য/১০ অক্টোবর/২০২১