Print Date & Time : 21 August 2025 Thursday 11:26 pm

পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার বাতিলের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন


ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি প্রকল্পের টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সচেতন ছাত্র-জনতা-নাগরিক সমাজ।

তারা বলছে শেখ হাসিনা সরকারের আমলে সাবেক এমপি হানিফ এবং কামারুল আরেফিন সিন্ডিকেট করে ওই কাজটি নিয়েছিল। লুটেরা সিন্ডিকেটের টেন্ডারবাজি ও রাষ্ট্রীয় অর্থ লুটপাট বন্ধের দাবিতে তারা এই মানববন্ধন করছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের থানার মোড়ে অনুষ্ঠিত  মানববন্ধন কর্মসূচীতে ছাত্র-জনতা-নাগরিক সমাজের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

উক্ত মানববন্ধনে বক্তারা পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার ভাঙন রোধে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ ১ হাজার ৪৭২ কোটি টাকার প্রকল্পের টেন্ডার বাতিল দাবী করেন। 

টেন্ডার সিন্ডিকেটের লুটেরা ওই প্রকল্প থেকে অর্থ লুটপাটের চেষ্টা করছে, তাই ওই প্রকল্পের টেন্ডার বাতিলের দাবী জানান তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেন ছাত্র-জনতা-নাগরিক সমাজের নেতাকর্মীরা।